মিল মালিকদের বিরুদ্ধে প্রতিবাদে সরব কৃষকরা।

0
135

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ধলতা নেওয়ার পরেও ধানের আদ্রতা নিয়ে কড়াকড়ি। মিল মালিকদের বিরুদ্ধে প্রতিবাদে সরব কৃষকরা। বালুরঘাট মাহিনগরের কিষানমান্ডির ঘটনায় উত্তেজনা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের।
জানা গিয়েছে, এই কিষাণমান্ডিতে ধান ক্রয় কেন্দ্র হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেখানে মিল মালিকরা সরাসরি ধান কিনছে কৃষকদের কাছ থেকে। এদিন সকাল থেকেই সেখানে ধান নিয়ে হাজির হয় বিস্তীর্ণ এলাকার কৃষকরা। অভিযোগ, সেখানে ধলতা নেওয়ার পরেও ধানের আদ্রতা মাপা হচ্ছে। এর প্রতিবাদে এদিন ওই কেন্দ্রে ধান কেনা বন্ধ করে বিক্ষোভ দেখায় কৃষকরা।
সেখানে উপস্থিত এক কৃষক জানান, তিনি সাড়ে ১০ কুইন্ট্যাল ধান নিয়ে এসেছিলেন। ৫০ কেজি ধলতা ধরা হয়। তা তিনি রাজি। কিন্ত পরবর্তীতে তার ধানের আদ্রতা মেপে দেখা যায় ১৭.৫ শতাংস। মিল মালিক বলছে আদ্রতা ১৮ শতাংস কম হলে ধান নেওয়া হবে না। এখন ধান ফিরিয়ে নিয়ে যেতে বাড়টি ভাড়া গুনতে হবে তাকে। কৃষকদের প্রশ্ন, ধলতা তো নেওয়া হয়, তবে আদ্রতা নিয়ে এত মাপকাঠি কেনো। এটা সরকারি নিয়মের বাইরে। তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here