বৃহস্পতিবার বর্ধমান শহরের বড় নীলপুর বাজার সংলগ্ন একটি রেশন দোকানে সকাল থেকেই ব্যাপক উত্তেজনা শুরু হয়।

0
170

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-গোটা রাজ্যজুড়ে রেশন দুর্নীতি নিয়ে বিতর্কের মাঝেই পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে রেশন দোকানে গ্রাহকদের মধ্যে তুমুল উত্তেজনা। বৃহস্পতিবার বর্ধমান শহরের বড় নীলপুর বাজার সংলগ্ন একটি রেশন দোকানে সকাল থেকেই ব্যাপক উত্তেজনা শুরু হয়।
এলাকার গ্রাহকদের অভিযোগ নির্দিষ্ট দিনে রেশন দেওয়ার নোটিশ দেওয়া হয়, তার পরেও সামগ্রী নিতে এসে তারা খালি হাতে ফেরত যাচ্ছেন।
গ্রাহকদের অভিযোগ,রেশন ডিলার বলেন মাল আসেনি বলে বারবার গ্রাহকদের হেনস্থা করছেন। চলতি মাসেও দেওয়া হয়নি রেশন, জিজ্ঞাসা করলেই ডিলারের উত্তর আসে রেশন সামগ্রী আসেনি, কবে আসবে সেটাও নাকি জানেননা। শহরের অন্যান্য রেশন ডিলারের কাছে পর্যাপ্ত পরিমাণ সামগ্রী থাকলেও এই রেশন ডিলার নানা টালবাহানায় গ্রাহকদের ফিরিয়ে দেন বারবার, আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় ওই রেশন ডিলারকে ঘিরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বৃহস্পতিবার পৌছায় বর্ধমান থানার পুলিশ। পুলিশ পৌঁছে রেশন দোকান বন্ধ করে দিয়ে অভিযুক্ত রেশন ডিলারকে বর্ধমান থানায় দেখা করতে বলেন।গ্রাহকদের প্রশ্ন দীর্ঘদিন ধরেই বড়নীলপুর এলাকার রেশন ডিলার গ্রাহকদের সামগ্রী দিচ্ছেন না, কিন্তু কেন সেটাই তাঁরা বুঝতে পারছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here