কেশপুরের উচাহারে কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত তৃনমূলের অঞ্চল সভাপতি সহ দুপক্ষের তিনজন।

0
496

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হলেও বেলা বাড়ার সাথে সাথে পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কয়েকটি এলাকা থেকে উত্তেজনার খবর উঠে আসছে,কেশপুরের উচাহারে কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত তৃনমূলের অঞ্চল সভাপতি সহ দুপক্ষের তিনজন। এর পর দুই কংগ্রেস কর্মীকে কেশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করতে নিয়ে এলে পুনরায় তাদের ওপর চড়াও হয় একদল তৃণমূল কর্মী। হাসপাতাল চত্বরেই ব্যাপক মারামারির ঘটনা ঘটে। এর পর তৃণমূলের অঞ্চল সভাপতি কাজী শাহাদাত সহ দুই কংগ্রেস কর্মীকে মেদিনীপুর স্থানান্তরিত করা হয়। যদিও কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রসঙ্গত, এই উচাহার অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচন লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী শেখ হসিমুদ্দীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here