পাহাড়তলী চত্বর পরিষ্কার রাখতে আজ কোমর বেঁধে নেমে পড়ল প্রশাসন।

0
248

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ শীতের মরশুমে ভিড় জমতে শুরু করেছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। অপরূপ সৌন্দর্যের ডালি নিয়ে সুন্দরী শুশুনিয়া পাহাড় মন টানছে পর্যটকদের। এখানে পিকনিক, আড্ডা, দেদার খাওয়া দাওয়ার পাশাপাশি বাড়তি পাওনা পাহাড়ে ওঠার অ্যাডভেঞ্চার। জেলা সহ বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ বড়দিনের পর থেকেই ভিড় জমাচ্ছেন শুশুনিয়ার পাহাড়তলীতে। পাহাড়ের নিচে পিকনিক করার ফলে পলিথিনের প্যাকেট, কাগজের থালা, বাটি, গেলাস প্রভৃতি আবর্জনা ব্যাপক পরিমাণে বাড়ছে। পাহাড়তলী চত্বর পরিষ্কার রাখতে আজ কোমর বেঁধে নেমে পড়ল প্রশাসন। শুক্রবার ছাতনা পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন, থানা ও বন বিভাগ যৌথ উদ্যোগে এই সাফাই অভিযান করে। ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র ঝাঁটা হাতে শুশুনিয়ার কালুর মাঠ চত্বর পরিষ্কারে নামেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ” পহেলা জানুয়ারি শুশুনিয়ায় পর্যটকদের ব্যাপক পরিমাণে ভিড় হয় না, তাই তার আগে এখন যা আবর্জনা রয়েছে সেগুলি পরিষ্কার করছি, যাতে পর্যটকরা নির্বিঘ্নে সুন্দরভাবে এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন এবং পিকনিক করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here