চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রের নানান প্রকল্প নিয়ে কটাক্ষ করেন।

0
21

আবদুল হাই, বাঁকুড়াঃ – বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ে মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রের নানান প্রকল্প নিয়ে কটাক্ষ করেন। পাশাপাশি তৃণমূলের দলীয় কর্মসূচিতে মহিলাদের আরও বেশি করে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়েও বলেন।
তিনি বলেনঃ ভোট আসছে বলে ৩৩ শতাংশ সংরক্ষণের বিলটা পাস হয়ে গেল। কারন মেয়েদের ভোটটা নিতে হবে। কিন্তু সেটা লাঘু হবে কবে? সেটা জিজ্ঞেস করলে বলছে ‘মুঝে মালুম নেহি’। কারন এখন জনগণনাই হয়নি। কেবল ভোটের লক্ষে মহিলাদের ভাঁওতা দিতেই ওই বিলটা পাস করানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরই পঞ্চায়েতের আইন পালটে ৫০ শতাংশ মহিলাদের জন্য আসন সংরক্ষণ আইন পাস করিয়েছেন।
বেটি বাঁচাও বেটি পড়াও-এর সুবিধা কেউ পাননি, অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মত প্রকল্পের সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here