ভোট হয়ে গেছে তাদের ভোট দিতে হবে না!! ক্ষিপ্ত হয়ে উঠল গ্রামবাসীরা।

0
233

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রাজ্য চলছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। বিভিন্ন জায়গার শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ করা হচ্ছে। সেই রকমই জামালপুর ব্লকের দশঘড়া এলাকায় ১৭২ নাম্বার বুথের রামকৃষ্ণপুর পেয়দাপারা প্রাথমিক বিদ্যালয় ভোট দিতে যান গ্রামবাসীরা। সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মীরা, ভোটদানে বাধা দেন গ্রামবাসীদের। তাদের বলেন যে তাদের ভোট হয়ে গেছে তাদের ভোট দিতে হবে না। তারপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। এই গ্রামের এক মহিলা সদস্যা ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, আমাদেরকে শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোট দিতে দিচ্ছে না। আমরা যখন ভোট দিতে যাই তখন তারা বলে যে আমাদের ভোট হয়ে গেছে তোমাদের আর ভোট দিতে হবে না। রীতিমতো ভয় দেখায় আমাদের। তাই আমরা সবাই গ্রামবাসীরা সম্মিলিত হয়ে বিক্ষোভ দেখাচ্ছি এবং তৃণমূলের যে পতাকা পুড়িয়ে দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here