নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ মত মুখ্যমন্ত্রী যদি সত্যি এস এস কে এম এ গিয়ে আসামীদের সাথে কথা বলে থাকেন, তবে সুকান্ত মজুমদারের দাবি, বিষয়টি সত্যতা ইডি, সি বি আই এর যাচাই করে দেখা উচিত ও আদালতকে বিষয়টি নজরে আনাও তাদের উচিত হবে বলে সুকান্ত আজ বালুরঘাটে এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দাবি করেন।পাশাপাশি তার আরো দাবি, যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে তবে মুখ্যমন্ত্রীর উচিত পদত্যাগ করা।কেননা সংবিধানের শপথ নিয়ে এরকম কাজ উনি কখনই করতে পারেন না।সব দেখে শুনে মনে হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী এই জন্যি বোধহয় তার ঘর থেকে সি সি টিভি খুলে নেবার জন্য জোরাজুরি করেছিলেন আদালতে।
রাত পেড়লেই ২৪ এর প্রথম দিন। তার ৫০ থেকে ৬০ দিন পেড়তে না পেড়তেই দামামা বেজে যাবে লোকসভা ভোটের।গতকাল প্রধানমন্ত্রী রামলালার শহর অযোধ্যা সফর দলকে বেশ খানিকটা ভোটের আগে নির্ভরতা দিয়েছে।এছাড়া মাত্র কয়েকদিন আগে দলের সর্ব ভারতীয় প্রাক্তন সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বর্তমান সর্বভারতীয় সভাপতি জে পি নাডাডা জির সাথে আসন্ন ভোট নিয়ে দিন রাতের টানা বৈঠক সেরে সদ্য জেলায় ফিরেছেন।তাই বর্ষ শেষের সকালে বেশ খানিকটা ফুরফুরে মেজাজেই দলের কর্মকর্তাদের সংগে নিয়ে প্রধানমন্ত্রীর ১০৮ তম মনকি বাত অনুষ্ঠান দেখতে ও শুনতে দেখা গেল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে।তার মধ্যেই সাংবাদিকদের রাম মন্দিরে মুখ্যমন্ত্রীর না যাওয়া প্রসংগ থেকে ডায়মন্ড হারবারের পিসি বনাম ভাইপোর ইনার ইগোর লড়াই নিয়ে নানা প্রশ্নের উত্তর দিতে ভুললেন না তিনি।
মুখ্যমন্ত্রীর রাম মন্দির দর্শনে না যাওয়া প্রসংগে বললেন, মুখ্যমন্ত্রী নিজের ভোট ব্যাংক হারাবার ভয়ে নিজের ধর্মকে অবজ্ঞা করে রামলালার দর্শনে যেতে চান না। আমরা তার শুভ বুদ্ধি উদয় হওয়ার কামনাই একমাত্র করতে পারি, বলে রাজয় বিজেপির সভাপতি মন্তব্য করেন
ডায়মন্ডহারবার প্রসংগে বলতে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি বলেন ওখানে ক্ষমতা দখল নিয়ে পিসি ভাইপোর মধ্যে গৃহ যুদ্ধ চলছে। পিসির হাত থেকে ভাইপো ক্ষমতা নিয়ে নিতে চায়।এখন দেখার এই লড়াইয়ে কে জেতে? । ব্যারাকপুর প্রসংগে বলতে গিয়ে সুকান্ত বলেন তৃনমুলের দুই নেতার লড়াইয়ে ব্যারাকপুর একদম জতুগৃহ হয়ে আছে। কখন ফাটবে, আমরা সেদিকে তাকিয়েই বসে আছি।
এদিকে আগামীকাল রেল মন্ত্রী দিল্লি থেকে বালুরঘাটের সাংসদ সুকান্ত মনুমদারের উপস্থিতিতে বালুরঘাট থেকে শিয়ালদার মধ্যে নতুন ট্রেন চলাচল শুরু হতে চলেছে। সে নিয়েও তার দাবি এই ট্রেন চালু করবার তার স্বপ্ন ছিল। সে স্বপ্ন আগামীকাল পুরন হচ্ছে এর জন্য তিনি খুশি।
যদিও ভোটের আগে নিজের সংসদীয় এলাকায় তার কাজের নিরিখে ও রেল যোগাযোগের উন্নয়নের জন্য সুকান্ত যে অনেকটাই তার প্রতিদ্বন্দি দলের থেকে এগিয়ে রয়েছে।তা আগামীকাল জানান দেবে তার দল।
Leave a Reply