নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ৫৫ বছর বয়সী এক ব্যক্তির রহস্য মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জানাযায় মৃত ব্যক্তির নাম কার্তিক কর্মকার বাড়ি নদীয়ার শান্তিপুর প্রতিবাদী পল্লীতে। পরিবার সূত্রে জানা যায়, ওই ব্যক্তির স্ত্রী আয়ার কাজ করেন। আজ সকাল দশটার সময় একমাত্র ছেলে খবর পাই বাবা সিঁড়ির ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। বাবার ঝুলন্ত দেহ দেখে হতবাক হয়ে পড়ে ছেলে। খবর দেওয়া হয় শান্তিপুর থানায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঝুলন্ত দেহে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। আর সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ছেলের দাবি তাদের ছোট্ট পরিবার, কিন্তু কি কারনে বাবা আত্মহত্যার রাস্তা বেছে নিল তা কিছুতেই বুঝতে পারছি না। যদিও মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় রানাঘাট পুলিশ মর্গে।
এক ব্যক্তির রহস্য মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply