আবদুল হাই, বাঁকুড়াঃ – আজ ২০২৪ ১ জানুয়ারি। নতুন বছরের শুরুতেই মানুষের মধ্যে এসেছে নতুন করে কিছু পাওয়ার নেশা আর সেই নেশার টানেই মানুষ বেরিয়ে পড়েছে বাড়ি ছেড়ে,কেউ যাচ্ছে ঘুরতে আবার কেউ যাচ্ছে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের নিয়ে পিকনিক করতে। পিকনিক করতে যাওয়ার মানুষেরা অধিকাংশই মুরগি , ছাগল মাংসের দোকানে ভিড় জমাচ্ছে বছরের শুরুর দিনটিতে জমজমাট ভুরিভোজের ব্যবস্থা করতে। আর এরকমই চিত্র উঠলো আমাদের সাংবাদিকের ক্যামেরায়। পিকনিক করতে যাওয়া সাধারণ মানুষের সাথে কথা বলল আমাদের সাংবাদিক।
ইন্দাসের গোবিন্দপুরের মাংসের দোকানে নববর্ষের প্রথম দিনটিতে জমজমাট ভিড়।

Leave a Reply