পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ ১০ বছরের দাবি পূরণ হলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ভারত-যাকাত মাঝি পরগনা মহলের,জানা গিয়েছে অস্থি বিসর্জন ঘাটের দাবি ছিল আদিবাসী সংগঠনের, একাধিক আন্দোলনের মধ্য দিয়ে বারবার তারা গড়বেতা শহরে এই দাবি তুলেছিল,সেই দাবি পূরণের পথে গড়বেতা এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রামজীবন হাঁসদা মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্বদেরকে দেখে এই বিষয়ে জানিয়ে দিলেন,তিনি জানিয়েছেন গড়বেতা শিলাবতী নদীর তীরে ধাদিকা এলাকায় অস্থি বিসর্জন ঘাট শীঘ্রই কাজ শুরু হতে চলেছে, যা শুনে সরকারকে ধন্যবাদ দিয়েছেন সংগঠনের নেতৃত্বরা।