নদীয়ার কৃষ্ণনগর জেলাশাসক দপ্তরে বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে ডেপুটেশন জমা দেয় অল ইন্ডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

0
59

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  এবার পথ দুর্ঘটনা রুখতে নয়া উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। দুর্ঘটনা প্রসঙ্গে আনতে চলেছে নতুন আইন, যা বাজেট অধিবেশনের দিন পেশ করে দেশের গৃহমন্ত্রী অমিত সাহা। কেন্দ্র সরকারের এই আইনের বিরোধিতা করে এবার জেলায় জেলায় বিক্ষোভ শুরু করে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আওতায় যুক্ত গাড়ির ড্রাইভাররা। এদিন নদীয়ার কৃষ্ণনগর জেলাশাসক দপ্তরে বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে ডেপুটেশন জমা দেয় অল ইন্ডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ড্রাইভারদের করা হুঁশিয়ারি, কেন্দ্র সরকার এই আইন যদি প্রত্যাহার না করে তাহলে আগামী ৪ তারিখ থেকে তিন চাকা থেকে শুরু করে ৩০০ চাকা গাড়ি তারা অনির্দিষ্টকালের জন্য চালানো বন্ধ করবেন। তাদের এও দাবি, দুর্ঘটনা শুধু ডাইভারের ভুলের জন্য হয় না পথচারীদের ভুলের জন্যও হয়, কিন্তু কেন এই নতুন আইন এনে ড্রাইভারদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে কেন্দ্র সরকার। যেকোনো দুর্ঘটনা ঘটলে দায়ী করা হবে ড্রাইভারদের, যেখানে ১০ বছর জেল ও কয়েক লক্ষ টাকা জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্র সরকারের এই আইন কখনোই ড্রাইভাররা মেনে নেবে না, তাই সারা দেশের ২২ কোটি ড্রাইভার রাস্তায় নেমে কেন্দ্র সরকারের এই আইনের বিরোধিতা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here