ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বাড়লো আরো কুড়িটি শয্যা, চালু হলো অত্যাধুনিক যন্ত্রপাতি সহ ল্যাবরেটরি।

0
459

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  চিকিৎসা ক্ষেত্রে নদীয়ার ফুলিয়া এবং শান্তিপুরের বিভিন্ন ব্লকের একটি বড় অংশের মানুষের নির্ভরশীলতা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর। একসময় ঘন জঙ্গলের মধ্যে ছোট্ট একটি ঘরে চালু থাকা পরিষেবা এখন বিস্তর লাভ করেছে ঝাঁ চকচকে ইমারতের মধ্যে। পরিষেবা ক্ষেত্রেও স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় জেলা জুড়ে বিভিন্ন সরকারি প্রকল্পে কৃতিত্বের দাবি রেখেছে এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সম্প্রতি একটি ভবন নির্মাণের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা চালু হয় সেখানে। যদি ও আগে দশটি শয্যায় পরিসেবা চলছিলো, এখন থেকে আরো দশটি মহিলা এবং দশটি পুরুষ মোট ৩০ জনের চিকিৎসা একই সাথে চালানোর ব্যবস্থা করা হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। আর এ বিষয়ে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন জেলা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তাগণ এবং শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী।
তিনি বলেন এটা কি ঠিক উদ্বোধন না বলে বরং চালু হয়েছে বলাই ভালো, তবে দুই বিধানসভা পাশাপাশি হওয়ার কারণে আমার বিধানসভার থেকে বিপুল সংখ্যক মানুষজন চিকিৎসা করাতে যেখানে আসেন সেখানে পরিকাঠামোগতভাবে অনেক উন্নয়ন হয়েছে তা ঘুরে দেখতেই আজ আসা।
বি এম ও এইচ ডঃ পূজা মৈত্র জানান আগে যে পুরনো বিল্ডিংটি ছিলো সেখানে একই সাথে মেল ফিমেল এমার্জেন্সি লেবার রুম এবং অন্যান্য সমস্ত বিভাগ থাকার কারণে কাকল্প নির্মল বাংলা সুশ্রী প্রকল্পের মতন বিভিন্ন কাজকর্ম করার ক্ষেত্রে অসুবিধাজনক ছিল তবে রাজ্য সরকারের অর্থানাকুল্যে এই নতুন ভবন গুলিতে আলাদা আলাদা ওয়ার্ড এবং নানা বিভাগ চালু করতে পেরে অনেকটাই সুবিধা হয়েছে, রোগীর পরিবারসহ স্বাস্থ্য কর্মীদেরও।
তবে আজ অত্যাধুনিক যন্ত্রপাতি সহ একটি ল্যাবটারিও চালু হয় যার ফলে বিভিন্ন ধরনের চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা এখন থেকে বিনামূল্যে পরিষেবা পাবেন রঙ্গিন পরিবার। অন্যদিকে ব্লক পাবলিক হেলথ অফিস চালু হয়েছে যেখানে, বিভিন্ন বিষয়ে স্বাস্থ্যকর্মীরা আলাপ-আলোচনা করতে পারবেন একত্রিত হয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here