শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের হাইস্কুল সংলগ্ন মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় একটি ক্লাব।

গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর :-  রক্তদান শিবির,চক্ষু পরীক্ষা শিবির ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিলির মধ্য দিয়ে গঙ্গারামপুরে সূচনা হলো চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের।শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের হাইস্কুল সংলগ্ন মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় একটি ক্লাব।ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।যেখানে স্বেচ্ছায় রক্তদান করে প্রায় ৫০জন।পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ৪০০ জন দুস্থ মানুষদের মধ্যে তুলে দেওয়া হয় শীতবস্ত্র।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস সহ অন্যান্য বিশিষ্টজন ও ক্লাব কর্মকর্তারা।প্রসঙ্গত,যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে প্রতিবছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে গঙ্গারামপুরের চৈতালি ক্লাব।সেইমতো এবারেও ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ক্লাব কর্মকর্তারা।শুক্রবার সমাজ সেবামূলক কর্মকাণ্ডের মধ্যদিয়ে সূচনা হলো ফুটবল টুর্নামেন্টের। পাশাপাশি এদিন সন্ধ্যায় বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন ক্লাব কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *