এক বয়স্ক মহিলা যে স্টপেজে নামার কথা ভিড়ের চাপে নামতেই পারলো না, বাধ্য হয়ে পরের স্টেশনে নামতে হল।

আবদুল হাই, বাঁকুড়াঃ – কেন্দ্রীয় পরিবহন আইনের প্রতিবাদে বাস ড্রাইভারেরা যাত্রীবাহি বাস চালাচ্ছে না ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েছে।বাস বন্ধ থাকায় ভিড় উপচে পড়ছে ট্রেনে।লম্বা লাইন সোনামুখী স্টেশনের টিকিট কাউন্টারে।বাধ্য হয়ে ট্রেনে চেপে যাতায়াত করতে হচ্ছে অসংখ্য মানুষকে।ট্রেনের কামরার ভেতর দাঁড়ানোর মতো অবস্থা নেই। আনেক যাত্রীকে গেটে ঝুলে ঝুলে যেতে দেখা গেল।এক বয়স্ক মহিলা যে স্টপেজে নামার কথা ভিড়ের চাপে নামতেই পারলো না।বাধ্য হয়ে পরের স্টেশনে নামতে হল।আর এই চিত্র দেখা গেল বাঁকুড়া মশাগ্ৰাম লাইনে।আর নেমেই সাংবাদিক এর ক্যামেরায় বললেন এরপর আমি যাবো কি করে।এক যাত্রী বলেন যে ভাবে ড্রাইভারদের ধর্মঘট চলছে মনে হচ্ছে দেশের অভিভাবক বলতে কেউ নেই।আর কতদিন ভোগান্তি পোহাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *