গঙ্গারামপুর-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বর্ণাঢ্য শোভাযাত্রা ও একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুরে সূচনা হলো চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের হাইস্কুল সংলগ্ন মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় একটি ক্লাব। ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এদিন ক্লাবের উদ্যোগে সারা গঙ্গারামপুর শহর আদিবাসী নৃত্য ও এনসিসির ক্যাডারদের সঙ্গে নিয়ে পরিক্রমা করে হাই স্কুল মাঠে এসে উপস্থিত হয়। পাশাপাশি এইদিন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও দেশের জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি গ্যাস বেলুন উড়িয়ে এই চেয়ারম্যান কাপ ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবাস ভাওয়াল, গঙ্গারামপুর ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ অন্যান্য বিশিষ্টজন ও ক্লাব কর্মকর্তারা।প্রসঙ্গত,যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে প্রতিবছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে গঙ্গারামপুরের চৈতালি ক্লাব।সেইমতো এবারেও রাজ্যের বিভিন্ন প্রান্তের ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ক্লাব কর্মকর্তারা। শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হলো ফুটবল টুর্নামেন্টের। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের হাই স্কুল মাঠে চৈতালী ক্লাবের চেয়ারম্যান ক্লাব দ্বিতীয় বছরের ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে এলাকার প্রচুর মানুষ ভিড় জমান মাঠ প্রাঙ্গনে যাদের প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়।