নীলপুর যুব উৎসব সূচনার পূর্বে সাংবাদিক বৈঠক করলেন নীলপুর যুব উৎসব কমিটির সভাপতি তথা পৌরপিতা রাসবিহারী হালদার।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- দ্বিতীয়তম বর্ষে নীলপুর যুব উৎসব সূচনার পূর্বে সাংবাদিক বৈঠক করলেন নীলপুর যুব উৎসব কমিটির সভাপতি তথা পৌরপিতা রাসবিহারী হালদার। আগামী ১০ই জানুয়ারি থেকে বর্ধমান শহরের শুরু হচ্ছে দ্বিতীয়তম নীলপুর যুব উৎসব এবং পরিসমাপ্তি ঘটবে ১৪ই জনুয়ারি। ১০ই জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী সোহিনী সরকার ও অভিনেত্রী সায়নী ঘোষ।১০ই জানুয়ারি থেকে ১৪ই জানুয়ারি প্রতিদিনই থাকছেন টলিউডের বিশিষ্ট অভিনেতা ও অভিনেত্রী। পাশাপাশি প্রতিদিনই মঞ্চ মাতাবেন কলকাতার বিশিষ্ট শিল্পীরা। এর সঙ্গে নীলপুর যুব উৎসবে থাকছে আহারে বাহারে ফুড ফেস্টিভাল। দশই জানুয়ারি অভিনেত্রী সোহিনী সরকার এবং সায়নী ঘোষ ছাড়াও থাকবে বাংলা ব্যান্ড মীর সঙ্গে ব্যান্ডেজ। ১১ ই জানুয়ারি থাকছেন সংগীতশিল্পী আবির বিশ্বাস ও অভিনেত্রী নুসরাত জাহান। ১২ ই জানুয়ারি থাকবেন সংগীতশিল্পী রাহুল দত্ত ও শিলাজিৎ। ১৩ জানুয়ারি আসছেন টলিউডের বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ১৪ ই জানুয়ারি অর্থাৎ শেষ দিন নীলপুর যুব উৎসব একাধিক চলচ্চিত্র জগতের অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত থাকবেন। এই বিষয় নিয়ে আজ সাংবাদিক বৈঠক করেন নীলপুর যুব উৎসব কমিটির সভাপতি তথা পৌরপিতা রাসবিহারী হালদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *