পাঁশকুড়ার সূরা মহামায়া বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল দুদিনের “ফুড ফেস্টিভ্যাল”।

0
3358

পাঁশকুড়া-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সূরা মহামায়া বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে তৈরি নানান সুস্বাদু পদের সমাহারে জমে উঠল দুদিনের “ফুড ফেস্টিভ্যাল”। একাধিক লোভনীয় খাবারের পসরা সাজিয়ে হাজির স্কুলের পড়ুয়ারা। মোমো, কাটলেট, চিকেন, ভেজ পকোড়া, চাউমিন,পাস্তা, আলু পরোটা, ঘুগনি, মধুলীলা চিকেন পকোড়া, রোল, পিঠেপুলি, কী নেই!
পড়ুয়াদের হাতে তৈরি নানান পদের খাবার খেতে শিক্ষক-শিক্ষিকা সহ কচিকাঁচা পড়ুয়ারা ভিড় করেন। পড়ুয়াদের আনন্দ দানের জন্য জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ স্কুলে স্কুলে স্টুডেন্ট উইক পালন করা হয়। তারই অঙ্গ হিসাবে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতেও পালিত হচ্ছে। পাঁশকুড়ার সূরা মহামায়া বালিকা বিদ্যালয়ের মোট ছাত্রী ৬০০। তাদের নিয়ে সোম ও মঙ্গলবার দুদিন আয়োজন করা হয় ফুড ফেস্টিভ্যাল। সোমবার নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা অংশ গ্রহন করে এবং মঙ্গলবার পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীরা অংশ গ্রহণ করে। প্রায় ২০ টি খাবারের আইটেম ফুড ফেস্টিভ্যাল তুলে ধরা হয়। বাজারের খাওয়ারের দামের থেকে অনেক কমদামে বিক্রি হয় সুস্বাদু খাবার। ৫ থেকে ১০ টাকার মধ্যে খাওয়ার মূল্য ছিলো। পড়ুয়াদের উৎসাহ দেখে ভীষন খুশি স্কুলের শিক্ষিকা থেকে অভিভাবক সকলে। স্কুলের প্রধান শিক্ষিকা বলেন ফেস্টি ভ্যালে অংশ গ্রহণকারীদের উৎসাহিত করার জন্য আমরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদানের ব্যবস্থা করেছি। পাশাপাশি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদেরও তিনটি পুরস্কার মোট ৬টি দলকে পুরস্কৃত করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here