শহর বর্ধমানের উদয়চাঁদ গ্রন্থাগারে সম্মানের সাথে পালিত হল স্বামীজীর জন্ম দিবস।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ বিশ্ববরেণ্য মহামানব স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্ম দিবস। দেশের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের এই জন্ম দিবস। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামীজীর জীবনধারার ওপর আলোকপাত করা হচ্ছে। সেইমত ভারতীয় যোগ প্রচার সংহতি ও কল্যান সমিতির উদ্যোগে শহর বর্ধমানের উদয়চাঁদ গ্রন্থাগারে সম্মানের সাথে পালিত হল স্বামীজীর জন্ম দিবস। অনুষ্ঠানে আগত সমস্ত অতিথিবৃন্দ স্বামীজীর জীবনধারার এবং বাণীর উপর আলোকপাত করেন। পাশাপাশি কচিকাঁচাদের যোগব্যায়াম মন কাড়ে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দদের। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার ভাইস চেয়ারপারসন আইনুল হক, বিশিষ্ট সমাজসেবী আব্দুল রব, ন নম্বর ওয়ার্ডের পৌরমাতা শিক্ষা দত্ত সেনগুপ্ত, বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূলত বিশিষ্ট সমাজসেবী আব্দুল রবের পৃষ্ঠপোষকতায় এবং উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *