আবদুল হাই,বাঁকুড়া: মাধ্যমিক ২০২৪ এর আগে আপনার সন্তানকে খাওয়ান এই বিশেষ গাছের পাতা কিংবা রস, দ্রুত গতিতে বাড়বে স্মৃতিশক্তি। বাজারের হাজার হাজার টাকার সাপ্লিমেন্ট ফেইল করে যাবে এই গাছের সামনে। একটা টাকাও খরচ নেই, নেই কোনও সাইড এফেক্ট। প্রাচীন ভারতবর্ষ থেকে ঋষি মুনিরা ব্যাবহার করে আসছেন এই ভেষজ গাছ। সামনেই মাধ্যমিক ২০২৪। ছাত্র- ছাত্রীদের চলছে শেষ প্রস্তুতি। ভাল পরীক্ষা দিতে তুখোড় স্মৃতি শক্তি একটা মস্ত অ্যাডভান্টেজ। স্মৃতি শক্তি বাড়াতে মাধ্যমিকের আগে এই সহজলভ্য গাছের সাহায্য নিতে পারেন। স্মৃতি শক্তি তো বাড়বেই তাছাড়াও বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। মাধ্যমিক একটি মহা গুরুত্বপূর্ণ পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষার আগে ছাত্র ছাত্রীদের একটি বড় অংশ মানসিক অবসাদ এবং মানসিক চাপে থাকে। সহজলভ্য ভেষজ এই ভেষজ উদ্ভিদ ধারাবাহিক ভাবে ব্যাবহার করলে কেটে যাবে সব রকম মানসিক চাপ। পড়াশোনায় বাড়বে ফোকাস এবং শেষ প্রস্তুতি হবে তুঙ্গে। গাছটির নাম হল ব্রাহ্মী শাক।
আয়ুষ শাখা,বাঁকুড়ার তরফ থেকে এই গাছ বিনামূল্যে আগ্রহীদের দেওয়া হবে। শুধু মাত্র যোগাযোগ করলেই হল। আয়ুষ শাখা,বাঁকুড়ার ছাদ বাগানেও রয়েছে এই ম্যাজিকাল গাছ। বাঁকুড়া মিশন গার্লস এর ছাত্রীদেরকে একটি স্পেশাল ক্লাসের মাধ্যমেই বোঝানো হল ব্রাহ্মী শাক, অ্যালোভেরা এবং অন্যান্য ভেষজ গাছের উপযোগিতা। অ্যান্টিবায়োটিক এবং ভেজালের যুগে কয়েকটি ভেষজ গাছ চিনে রাখলেই খুব সহজেই এড়ানো যায় প্রাথমিক রোগ জ্বালা, বাড়ানো যায় রোগ প্রতিরোধ ক্ষমতা। যেমন মস্তিষ্কের জন্য ভাল ব্রাহ্মী শাক তেমনই ত্বকের জন্য কার্যকরী অ্যালোভেরা। আয়ুষ শাখা মেডিক্যাল অফিসার বললেন, ত্বক এবং চুল ভাল রাখতে এবং পুড়ে গেলে অ্যালোভেরা লাগানো যেতে পারে।
ভেষজ গাছ পেতে চলে আসুন আপনার নিকটবর্তী আয়ুষ শাখায়। জেনে নিন গাছের গুণাবলী এবং পছন্দ হলে বিনামুল্যে নিয়ে যান নিজের জন্য।