বাঁকুড়া জেলার জুনবেদিয়া অঞ্চলের বদড়া গ্ৰামে রবিলোচন ঘোষের বাড়িতে চলছে জোর কদমে টুসু গানের প্রস্তুতি।

আবদুল হাই, বাঁকুড়াঃ গ্রামবাংলায় ১২ মাসের তেরো পার্বণের আজও এক প্রধান উৎসব পৌষ পার্বণ আর এই পৌষ পার্বণের অন্যতম আকর্ষণ টুসু বা তুসু উৎসব বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর জেলার এ এক অন্যতম আকর্ষণের উৎসব হিসাবে প্রচলিত।
টুসু বা তুসু মুলতো একপ্রকার লোক সংগীত। পৌষ মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত এই টুসু গানের আসর বসে প্রতিদিন। মকর সংক্রান্তির দিন টুসু বিসর্জন দিয়েই এই উৎসবে পরিসমাপ্তি হয়, শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে বাঁকুড়া জেলার জুনবেদিয়া অঞ্চলের বদড়া গ্ৰামে রবিলোচন ঘোষের বাড়িতে চলছে জোর কদমে টুসু গানের প্রস্তুতি। সমবেত কন্ঠে টুসু বা তুসু গান লোক সংগীতের এক অতি প্রাচীন অধ্যায় কে আজও ধরে রেখেছে নিজ মহিমায় যদিও আধুনিক যুগের ঝিকঝাক হিন্দি বাংলা গানের জনপ্রিয়তার কারণে টুসু গানের জনপ্রিয়তা কমেছে অনেকটাই তবুও পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এই পুরানো লোক সঙ্গীতকে হারিয়ে যেতে দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *