আবদুল হাই,বাঁকুড়াঃ – রাত পোহালেই মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তি মানেই পিঠে পুলি। মা, কাকিমাদের হাতে তেরি পিঠের জুড়ি মেলা ভার। আর সেকারণেই মকর সংক্রান্তির প্রাক্ সন্ধ্যায় গৃহস্থের বাড়িতে বাড়িতে তৈরী হচ্ছে নানান লোভনীয় পিঠে। যার গন্ধে ম-ম করছে পুরো এলাকা।
আর পিঠে পুলির উৎসবে মেতে উঠেছে দক্ষিণের জেলা বাঁকুড়াও। বাড়িতে বাড়িতে তৈরী হচ্ছে পিঠে। ব্যস্ত বাড়ির মহিলারা। পিঠে তৈরীর ফাঁকে সিমলাপালের লাদনা গ্রামের মহিলারা জানিয়েছেন, দুর্গাপুজা-কালী পুজার চেয়ে কোন অংশে কম জাঁকজমক নেই মকর সংক্রান্তিতে। সবাই মিলে বছরের বিশেষ এই দিনটিতে তারা খুব আনন্দ করেন বলেই জানিয়েছেন।
Leave a Reply