বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- ভোটের দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অশান্তি ছড়িয়ে পড়েছিল, কোথাও চলেছে গোলাগূলি কোথাও বা লাঠি সোটা আবার কোথাও ইঁট পাটকেল ছোড়াছুড়ি পর্যন্ত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
ভোট দিন ঘোষণা থেকে ভোটের দিন পর্যন্ত রাজ্যের ভোটে বলি প্রায় ৪১ জন এর মধ্যে তৃণমূল কর্মী সমর্থকের মৃত্যু সংখ্যাটাই সর্বাধিক। ভোটের রেজাল্ট এখনও বাকি আতঙ্ক এখনো কাটেনি বহু জায়গায় আর সে সব কথা মাথায় রেখে বাঁকুড়ার ইন্দাস প্রশাসন ইন্দাস ব্লক জুড়ে কেন্দ্রীয় বাহিনীর দিয়ে রুটমার্চ করিয়ে ব্লকের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রক্রিয়া শুরু করলেন, এই উদ্যোগ নিঃসন্দেহে সময় উপযোগী, এই পদক্ষেপে খুশি এলাকার সর্বস্তরের মানুষ।
বাঁকুড়ার ইন্দাস থেকে আব্দুল হাই এর রিপোর্ট
Leave a Reply