পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পূর্ব বর্ধমান জেলাজুড়ে বেশ জাঁকিয়ে পড়েছে শীত। তার ওপর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। গোটা বর্ধমান জেলাবাসী শীত উপভোগ করছেন বেশ ভালই এ বছর। কিন্তু বর্ধমান শহরে ফ্যান চালক এবং রিকশা চালকদের শীতকে উপেক্ষা করেই জীবিকা নির্বাহের জন্য বেরোতে হচ্ছে বাইরে। তাই এই মানুষ গুলোর কথা চিন্তা এগিয়ে এসেছে পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ। বীরহাটা সাব ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জীর পক্ষ থেকে রিস্কা চালক ও ভ্যানচালক দের শীতের টুপি উপহার দেওয়া হয়।ট্রাফিক পুলিশের এই কর্মকাণ্ড খুশি রিকশাচালক এবং ভ্যান চালকরা। এই বিষয় নিয়ে ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি বলেন, পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে আমরা এই শীতের টুপি বিতরণ করছি। কারণ এই ঠান্ডার মধ্যেও রিক্সা চালক ও ভ্যানচালকদের জীবিকা নির্বাহের জন্য বাইরে বেরোতে হচ্ছে তাই তাদের কষ্ট যত একটু লাঘোব হয় সেই জন্যই পুলিশ আধিকারিকদের নির্দেশেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।
ট্রাফিক পুলিশের উদ্যোগে শীতের টুপি উপহার ভ্যান রিকশা চালকদের।

Leave a Reply