ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলল মাস্টার তান।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- বয়স মাত্র ছয় ২ বছর ৮ মাস। এরই মধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলল মাস্টার তান। আগামীতে এশিয়া বুক অফ রেকর্ডসের দিকেই এগোচ্ছে ছোট্ট ওই শিশুটি। যার কিনা ২০ টি দেশের জাতীয় পতাকা এবং রাজধানীর নাম ঠোঁটস্থ। ইংরেজিতে হাতের প্রতিটি আঙুলের নাম সহ শরীরের প্রতিটি অঙ্গের নামও ঝরঝরে মুখস্থ। সেই সঙ্গে একাধিক ইংরেজি বাংলা ছড়া সহ ১২ মাস, ৭ দিনের ইংরেজি নাম সহ সাধারণ জ্ঞান বা জিকেতে পারদর্শী মাস্টার যুগল।
দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামচন্দ্রপুরের বাসিন্দা পেশায় বেসরকারি নার্সারি স্কুলের শিক্ষক যুগল বর্মন এবং গৃহবধূর শিউলি বর্মনের একমাত্র পুত্র তান বর্মন। খুব ছোট থেকে বিভিন্ন বিষয়ে আগ্রহী সে। পড়াশোনার পাশাপাশি ছেলের অন্য বিষয়ে আগ্রহ দেখে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা ভাবেন বর্মন দম্পতি। তারা ছেলের প্রতিভাগুলি রেকর্ড করে ছাড়তে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এরপর গুগল, ইউটিউব ঘেটে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস সম্পর্কে জানেন তারা। গত ৩০ নভেম্বর অনলাইনে ফর্ম ফিলাপ করেন। ৩১ ডিসেম্বর মেল ও ফোন আসে তাদের কাছে। একটি আইডি নম্বর দেওয়া হয়। সেখানে তান-এর প্রতিটি প্রতিভাকে আদালা করে রেকর্ডিং করে মোট ৮ টি ভিডিও পাঠান নিদিষ্ট ঠিকানায়। জানুয়ারি ২০২৪-এর প্রথম সপ্তাহে খবর আসে তান-এর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে বলে। অবশেষে বৃহস্পতিবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে তানের বাড়িতে এসে পোঁছায় শংসাপত্র, উপহার, বই সামগ্রী ইত্যাদি। এদিকে, কোলের শিশু তান-এর এমন সাফল্যে আত্মহারা বর্মন দম্পতি। খুশির আবহ এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *