জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রায়কত পাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে সারা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে আজ ছোট ছোট কচিকাচাদের নিয়ে শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এদিন ক্লাবের মাঠে প্রায় ২ শতাধিক কচিকাঁচাদের নিয়ে এই ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ২৫ মিটার আলু দোর অংক কষা দৌড় চকলেট দৌড় সহ বিভিন্ন প্রতিযোগিতা এদিন অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। ছেলে মেয়েদের পাশাপাশি তাদের অভিভাবক অভিভাবকের জন্য বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছিল এদিন। খেলা শেষে সকল প্রতিযোগী এবং তাদের অভিভাবক, অভিভাবিকাদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। এ বিষয়ে রাখুক পাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের কার্যকারী সভাপতি সমরেশ ঘোষ দস্তিদার জানান ৭৫ বছর উপলক্ষে সারা বছর জুড়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান পালন করছি তারই এক অবিচ্ছিন্ন অঙ্গ হিসেবে আজ পাড়ার সমস্ত কচিকাঁচাদের নিয়ে একটি ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করেছি। ক্ষুদে ছেলে মেয়েদের মধ্যে অত্যন্ত উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এদিন দর্শক আসন ও ছিল কানায় কানায় পরিপূর্ণ।