সাতকেন্দুরি স্পোর্টস্‌ এসোসিয়েশনের পরিচালনায় সাতকেন্দুরি ডিউস ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছিল।

0
310

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- শরীর ও মনকে ভালো রাখতে খেলাধূলার বিকল্প হয় না। খেলাধূলার মধ্যে রয়েছে শরীর চালনা যা ক্রমাগত শারীরিক দক্ষতা বাড়িয়ে তোলে। তাই খেলাধূলার মধ্য দিয়ে শরীরচর্চা করা একান্ত প্রয়োজন। কিন্তু বর্তমান সময়ে শিশু থেকে শুরু করে ছাত্রসমাজ এমনকী যুব সমাজ অধিকাংশই খেলাধূলা বলতে বোঝে অনলাইন ভিডিও গেম। যা স্বাস্থের পক্ষে ক্ষতিকর যেমন, তেমনই মানসিক বিকাশের পথেও অন্যতম বাধা। তাই বর্তমান সমাজে সকলকে মোবাইল গেম সহ অন্যান্য নেশা থেকে দূরে রাখতে এবং সুন্দর ও সুস্থ জীবন গঠনের লক্ষে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাতকেন্দুরি স্পোর্টস্‌ এসোসিয়েশনের পরিচালনায় সাতকেন্দুরি ডিউস ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছিল। আজ ছিল ফাইনাল খেলা। গত ৫ জানুয়ারি ২০ টি দল নিয়ে এই টুর্ণামেন্ট শুরু হয়েছিল। আজ ফাইনাল খেলায় মুখোমুখি হয় নায়কপাড়া স্পোর্টস এসোসিয়েশন ও লালবাজারের এঞ্জেল। প্রথমে ব্যাট করতে নেমে এঞ্জেল দলের ক্রিকেটাররা ১৯২ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় নায়কপাড়া স্পোর্টস এসোসিয়েশনকে। জবাবে নায়কপাড়া স্পোর্টস এসোসিয়েশন ব্যাট করতে নেমে ১৬৯ রাণে অল উইকেট হয়ে যায়। এই টুর্ণামেন্টে বিজয়ী হয় লালবাজারের এঞ্জেল ক্রিকেট টীম। সাতকেন্দুরি স্পোর্টস্‌ এসোসিয়েশনের পক্ষ থেকে বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা এবং বিজিত দলকে ট্রফি সহ নগদ ৭ হাজার টাকা দেওয়া হয়। তাছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেষ্ট ক্যাচ সহ আকর্ষনীয় পুরস্কার দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সনাতন পাল, বিশিষ্ট সমাজসেবী সেখ নিজাম উদ্দিন সহ সাতকেন্দুরি স্পোর্টস্‌ এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। এদিন দর্শকদের মনোরঞ্জনের জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে চিয়ারলিডার আনা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here