আবদুল হাই,বাঁকুড়া:- বাঁকুড়া শহরে টোটো ম্যানেজমেন্ট সিস্টেম এর শুভ উদ্বোধন হলো আজ। শহরের সমস্ত টোটোকে এক ছাদের তলায় আনতে লাগানো হলো বিশেষ নাম্বার এবং কিউআর কোড। বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন ও বাঁকুড়া পৌরসভার যৌথ উদ্যোগে শুক্রবার দুপুর ১২ টা নাগাদ এই ম্যানেজমেন্ট সিস্টেমের শুভ উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি এবং বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার। এ বিষয়ে জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলেন বাঁকুড়া শহরে কত ই-রিকশা চলছে বা এই গুলি কোন রুট দিয়ে চলে এছাড়াও যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে জেলার প্রায় পাঁচশটির মতো টোটোতে লাগানো হলো। এর মধ্য দিয়ে প্রতিটি টোটোর নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে। ফলে জেলা প্রশাসনের নজরে থাকবে সমস্ত বিষয়টি। রাস্তায় অযথা জাম এছাড়াও অনৈতিক কাজকর্ম এই বিষয়টি পুলিশের কড়া নজরে থাকবে।
অন্যদিকে এই বিষয়ে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার বলেন জেলেরা রাস্তায় টোটোর সুশৃঙ্খল যাত্রা এছাড়াও টোটোয় সাওয়ারি হওয়া সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে এই ব্যবস্থা করা হলো। এর পাশাপাশি অনেক সময় টোটোর মধ্যেই অনেকে ব্যাগ বা ফোন ভুলে চলে যান। সেই ক্ষেত্রে টোটোতে হারিয়ে যাওয়া জিনিস আমরা খুব তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তাই জেলার প্রাতিটি টোটোতে এই অত্যাধুনিক সিস্টেম এর শুভ উদ্বোধন হলো আজ।
অন্যদিকে এ বিষয়ে এক টোটো চালক বলেন জেলার রাস্তায় প্রতিটি টোটোর নির্দিষ্ট রোড বেঁধে দেওয়া হলে খুব ভালো হবে। এছাড়াও টোটোর নির্দিষ্ট ভাড়া থাকলে সকলেরই সুবিধা হবে। তবে টোটো চালকদের প্রশ্ন সে ক্ষেত্রে প্রতিদিনই বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে জেলা সদরে অনেক সংখ্যক টোটো আসে। সেই ক্ষেত্রে জেলা প্রশাসন বা পৌরসভা কি ভূমিকা নেয়? ।
Leave a Reply