তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়ে গেল শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান।

0
545

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – সারেঙ্গা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়ে গেল শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান। কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে, মাঘের শীত বাঘের গায়ে না গেলেও সাধারণ মানুষের গায়ে স্পর্শ করছে তা পরতে পরতে বোঝাই যাচ্ছে শীতের দাপটের ফলে। গা থেকে শীত বস্ত্র খুলে ফেলতে অনেকটা বেলা গড়িয়ে যাচ্ছে এমনই লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। শীতের ভোরে কুয়াশা ঘন আবহাওয়ায় খেজুর গাছের রস টপটপ করে পড়ছে ভাঁড়ের মধ্যে । গুড ব্যবসায়ীরা এই শীতের জন্য মুখিয়ে থাকেন, কেননা যত শীত বাড়বে রসের গুণগত মান তত বেশি বাড়বে। সেই রসের গুড় ও হবে সুস্বাদু তেমনি অভিমত ব্যবসায়ীদের। শূধুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সাঁকরাইল এলাকায় এসে এলাকার খেজুর গাছ কেটে রস বের করে গুড তৈরি করে এলাকায় গুড় বিক্রি করছেন ব্যবসায়ীরা, তাই তারা চান শীত থাকুক আরো বেশ কিছুদিন তাহলে তাদের বিক্রি বাটা হবে বেশ ভালই। অপরদিকে শীতের কামড়ের হাত থেকে পরিত্রাণের জন্য এই শীতে দুস্থ মানুষদের গায়ে শীতবস্ত্র তুলে দেওয়া জন্য শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করলেন সারেঙ্গা যুব তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা যুব পার্টি অফিস অঙ্গনে। উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নাসিমা কাজী, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরুপেশ ভট্টাচার্য, সাঁকরাইল ব্লক তৃণমূল সভাপতি অমৃত বোস, সাঁকরাইল ব্লক তৃণমূল যুব সভাপতি প্রণয় কাঁড়ার, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মান্নান মোল্লা, পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তপন পাল, সারেঙ্গা পঞ্চায়েতে প্রাক্তন প্রধান আশুতোষ টকাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন সারেঙ্গা তৃণমূল যুব সভাপতি সোনু মাকাল এবং আদিত্য নস্কর সহ এক ঝাক তৃণমূলের যুবকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here