শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 অনুষ্টিত হলো রানাঘাট ১নম্বর চক্রের ব্যবস্থাপনায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়া জেলা প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি, মাদ্রাসা ও শিশুশিক্ষা কেন্দ্র সমূহের (বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষা কেন্দ্র সমূহের) ৩৯ তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 অনুষ্টিত হলো রানাঘাট ১নম্বর চক্রের ব্যবস্থাপনায় রানাঘাট নাসরা উচ্চতর বিদ্যালয় মাঠে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিশ্বরূপ দে প্রাক্তন আধিকারিক সি,এ, বি , রানাঘাট জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ গাঙ্গুলি, জেলা পরিষদের বর্ণালী দে রানাঘাট পৌরসভার পৌরপতি কোশলদেব বন্দ্যোপাধ্যায় , উপপৌরপতি আনন্দ দে, নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সচিব সুকুমার পসারী সহ বিশিষ্ট ব্যক্তিগণ ও প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বতন ব্যাক্তিগণ সহ বিশিষ্ট জন।510 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই প্রতিযোগী এখানে সফল প্রতিযোগী রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহন করবে বহরমপুরে। অনুষ্ঠানটি সফল করতে সঞ্জীব রায় সহ শিক্ষক শিক্ষিকাগণের ভূমিকা উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *