প্রায় দুই হাজার রঙিন ফুলকপি চাষ করেছেন কোলাঘাটের এক চাষী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রথাগত চাষ বাদ দিয়ে নতুনত্ব চাষ করার প্রবণতা দীর্ঘদিন ধরেই রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত বৃন্দাবনচক গ্রামের প্রমথ মাজীর। সেই ২০১৩ সাল থেকে প্রমথ বাবু সবুজ ফুলকপি অর্থাৎ ব্রকলি চাষ করে আসছেন। কখনও তিনি ক্যাপসিকাম কখনো বা বিভিন্ন রকম বিদেশী সবজি চাষ করে আসছিলেন। তবে গত বছর থেকে পরীক্ষা মূলক ভাবে রঙিন ফুলকপি চাষ করছিলেন। এই বছর প্রায় দুই হাজার রঙিন ফুলকপি চাষ করেছেন। এর পাশাপাশি তিনি ব্লকলিও চাষ করেছেন। প্রমতা বাবুর ভাষায় এই বছর রঙিন ফুলকপির বাজারে যথেষ্ট কদর রয়েছে। বাজারে গড়ে ৪০ টাকা করে বিক্রি করছেন এই রঙিন ফুলকপি। স্থানীয় দেউলিয়া কোলাঘাট এবং খুকুড়দহ সবজি বাজারে তিনি এই রঙিন ফুলকপি বিক্রি করছেন। এছাড়াও বাড়ি থেকে ও কিনে নিয়ে যাচ্ছেন তার চাষের এই রঙিন ফুলকপি। হলুদ ও লাল প্রজাতির এই ফুলকপি তিনি চাষ করেছেন। তার এই সবজি চাষ দেখবার জন্য বহু কৃষক আসছেন তার এই ফুলকপি ক্ষেতে। তিনি জানিয়েছেন পর্যায়ক্রমে তিনি এই চাষ করছেন। ফলে দীর্ঘদিন ধরে বাজার যাতে রঙিন ফুলকপি বাজার জাত করতে পারেন সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি এই চাষ করছেন। বর্তমানে প্রতিদিনই বাজার যাতায়াত করছেন তার এই রঙিন ফুলকপি নিয়ে। সাধারণ ফুলকপি থেকে এই ফুলকপি যথেষ্টই বাজারে দাম রয়েছে, এমনটাই জানিয়েছেন কৃষক বন্ধু প্রমথ মাজী। তিনি আরো জানেন আগামী বছর আরও বৃহৎ আকারে চাষ করবেন এই রঙিন ফুলকপি। তিনি জানিয়েছেন প্রতি ডেসিমেলে ১৫০ এর মত চারা লাগে এবং লাগানোর ৭০ থেকে ৭৫ দিনের মাথায় ফলন পেতে শুরু করেন কৃষক। সব মিলিয়ে সাধারন ফুলকপির থেকে বেশি লাভ দায়ক এই রঙিন ফুলকপি,এমনটাই দাবী কৃষক বন্ধু প্রমথ বাবুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *