নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- করিমপুর এক নম্বর পঞ্চায়েতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দুজন সদস্য এবং হরেকৃষ্ণপুর অঞ্চলের মধুগারি অঞ্চলের এক সদস্যা ও সদস্য নির্দল ও জাতীয় কংগ্রেস থেকে যোগদান করেন তৃণমূলে। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র, সাংসদ আবু তাহের খান বিধায়ক বিমলেন্দু সিংহ রায় ব্লক সভাপতি আশীষ কুমার চ্যাটার্জি যুব নেতৃত্ব সৌমিক সরকার সহ বহু বিশিষ্ট জন। এদিন যোগদানকারীরা বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নে তারা শামিল হতে চান সে কারণেই এই যোগদান সকলের সাথে আলোচনা করে আজ দুশো জন মতন আসলেও আগামীতে তারা নিজ নিজ বুক স্তরে যোগদান করবে।
করিমপুর ১ নম্বর ব্লকে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান করেন পঞ্চায়েত সদস্যরা।












Leave a Reply