নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার শান্তিপুরে পৌর স্টেডিয়াম ময়দানে প্রশাসনিক সভায় যোগদান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিকেলে মুর্শিদাবাদ থেকে কপ্টারে কৃষ্ণনগর জেলা স্টেডিয়াম ময়দানে এসে পৌঁছান তিনি। এরপর জেলার শীর্ষ দলীয় নেতৃত্বকে সাথে নিয়ে জনসংযোগের মাধ্যমে পদযাত্রা করে কৃষ্ণনগর সার্কিট হাউসে পৌঁছান মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সেখান থেকে বেরিয়ে পালপাড়া এলাকায় পদযাত্রার মাধ্যমে জনসংযোগ করেন তিনি। এরপর রওনা দেন শান্তিপুরের উদ্দেশ্যে। এ দিনের সভা থেকে কেন্দ্রের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের বকেয়া অর্থ প্রসঙ্গে সরাসরি দিল্লিতে ক্ষমতাসীন বিজেপি মনোনীত কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানান তৃণমূল সুপ্রিম তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে এদিনের মঞ্চ থেকে সরাসরি আক্রমণ করেন তিনি।
শান্তিপুরে পৌর স্টেডিয়াম ময়দানে প্রশাসনিক সভায় যোগদান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়।












Leave a Reply