দক্ষিণ দিনাজপুর জেলায় শাসক দল এগিয়ে।

0
82

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার পঞ্চায়েত নির্বাচন নানান জায়গায় বিশৃঙ্খলার মধ্যে কাটলেও আজ ১১ই জুলাই নির্বাচনের ভোটের ফলাফলর জন্য উদবিগ্নন জেলার ভোটার রা।বিকেল গড়িয়ে গেলেও ফলাফল প্রকাশ করতে ব্যর্থতা বলে মত মনে করছে সাধারণ মানুষ। তবে যানা যাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায় শাসক দল এগিয়ে। গননার ফলাফল সম্পুর্ন জানা না গেলেও দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপি মোট ৩৭ টি আসনে জয়ি বলে জানা যায়।আর ৮১টি তেএগিয়ে আছে।
তবে দেখার বিষয় শেষ হাসি কে হাসে?ওয়াকিমহল বলছেন জেলায় শাসক দল যেভাবে ভোটের দিন গুলিতে শাসকদল জেলা জুড়ে সন্ত্রাস চালিয়েছে তাতে তারাই জয়ী হবেন।বিকেল ৫টা পর্যন্ত জানাযায় *দক্ষিণ দিনাজপুর

গ্রাম পঞ্চায়েতে মোট আসন *১৩০৮*তৃণমূল- ৯২ জয়ী, ২১৯ এগিয়েবিজেপি- ৩৬জয়ী, ৭০ এগিয়েসিপিআইএম- ২ জয়ী, ৩৩ এগিয়ে
সিপিআয়- ১ এগিয়ে
কংগ্রেস- ৪ এগিয়ে
আরএসপি- ৫ জয়ী, ১৪ এগিয়ে
নির্দল- ৩ এগিয়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here