নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের দ্বিতীয় বার্ষিক মৃত্যু দিবস উদযাপিত হলো শ্রদ্ধা ভরে। নদিয়ার রাণাঘাট চাবিগেট সংলগ্ন এলাকায় লতা মঙ্গেশকর অনুরাগীরা সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের দ্বিতীয় বার্ষিক মৃত্যু দিবস উদযাপন করলেন। প্রয়াত লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
উদ্যোক্তারা জানান, যেহেতু এবছর মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের দ্বিতীয় বার্ষিক মৃত্যু দিবস পালন করা হচ্ছে অনারম্বর ভাবে। কম আওয়াজে প্রয়াত লতা মঙ্গেশকরের গান সকাল থেকেই বাজানো হয়। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণ ঘটে। এরপর থেকে রাণাঘাটের লতা মঙ্গেশকর অনুরাগীরা দিনটি শ্রদ্ধা ভরে পালন করেন। তাই এ বছরও দিনটির ব্যতিক্রম হয়নি। আগামীতে সামাজিক বিভিন্ন কাজ করার ইচ্ছে রয়েছে লতা মঙ্গেশকর অনুরাগীদের।