আবারো বেআইনিভাবে মাটি কাটার ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার ৬ জন।

0
201

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  মাটি কাটার নিষিদ্ধ জারি করলেও আবারো বেআইনিভাবে মাটি কাটার ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার ৬ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হাতেনাতে ধরে ফেলে মাটি মাফিয়াদের। জানা যায় নদীয়ার শান্তিপুর নৃসিংহ পুর চৌধুরীপাড়া ভাগীরথী নদীর চরে চাষের জমি থেকে মাটি কাটার অভিযোগে প্রশাসনের দ্বারস্থ হয়ে ছিল ওই এলাকার একাংশ চাষী, এরপরে ওই চাষের জমি থেকে আর যাতে কেউ বেআইনিভাবে মাটি না কাটতে পারে তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। যদিও গতকাল আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারো চাষের জমি থেকে মাটি কাটছিল মাটি মাফিয়ারা। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় শান্তিপুর থানার পুলিশ এরপর একটি মাটি বোঝাই ট্রলার সহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় পুলিশ। জানা যায় ধৃতদের নাম, দুর্গা মাহাতো, রামপ্রসাদ মাহাতো, দিলীপ মাহাতো, রাজেশ মাহাতো, সুধাম মাহাতো ও সত্যনারায়ণ মাহাতো। যদিও পুলিশের এই ভূমিকায় ওই পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো বলেন, এর আগেও একাধিকবার একই অভিযোগ উঠে এসেছিল। তাদের তরফ থেকে বারবার প্রশাসনকে জানানো হয়েছিল, এরপরে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। আগামী দিনে বেআইনিভাবে আর যাতে মাটি কাটা না হয় নিশ্চয়ই পুলিশ প্রশাসন সেদিকে করা নজর রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here