বাঁকুড়া সম্মিলনী কলেজে রসায়ন বিভাগ এবং অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ সেল (IQAC)এর উদ্যোগে ‘ Chemistry at the Frontier’ শীর্ষক সেমিনার।

আবদুল হাই, বাঁকুড়াঃ-  বাঁকুড়া সম্মিলনী কলেজে আয়োজিত হল এক আন্তর্জাতিক সেমিনার। কলেজের রসায়ন বিভাগ এবং অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ সেল (IQAC)এর উদ্যোগে ‘ Chemistry at the Frontier’ শীর্ষক এই সেমিনার এ ছিলেন তিন আমন্ত্রিত বক্তা –
Dr ঋদ্ধিমান সরকার, Dr রাজীব সরকার ও Dr কালীসাধন মুখার্জী । কলেজের বিভিন্ন বিভাগের একশো এর বেশি ছাত্রছাত্রী এবং বিভিন্ন কলেজ থেকে আগত পঞ্চাশের বেশী অধ্যাপক এই সেমিনার এ অংশ নিয়েছিলেন। সুদূর জার্মানির বাভারিয়ান NMR সেন্টার এর সিনিয়র সায়েন্টিস্ট ঋদ্ধিমান বাবু তাঁর বক্তৃতায় নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনান্স প্রযুক্তির রসায়ন এবং চিকিৎসা শাস্ত্রে তার প্রয়োগ সম্বন্ধে বিশদে আলোচনা করেন। অপরদিকে জার্মানীর টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ড্রেসদেন এর সিনিয়র সায়েন্টিস্ট রাজীব বাবুর বক্তৃতায় চুম্বকত্ত্ব ও নিম্ন তাপমাত্রা বিষয়ে নতুন ভাবনার তত্ত্ব উঠে এসেছে। সেমিনারের কনভেনার ডক্টর স্বদেশ মন্ডল জানান, এখনকার ছাত্র ছাত্রীদের মধ্যে বিজ্ঞানের বিষয় গুলোতে পড়ার আগ্ৰহ কমছে।প্রত্যন্ত গ্ৰাম থেকে আগত ছাত্র ছাত্রীদের মধ্যে রসায়ন সম্পর্কে আগ্ৰহ বৃদ্ধি এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল। এছাড়াও তিনি আরো বলেন, মানুষের মধ্যে সুস্থ পরিবেশের ধারানাও কমছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *