বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : কড়া নিরাপত্তায় শুরু হলো ভোট গননা বালুরঘাটে। মংগলবার সকাল থেকেই বালুরঘাট কলেজ প্রাংগনে চলছে বালুরঘাট ব্লকের ভোট গননা। পাশাপাশি এছাড়াও দক্ষিন দিনাজপুর জেলার ৮ টি ব্লকের ৮ টি কেন্দ্রে এক যোগে শুরু হয়েছে এবারের পঞ্চায়েত ভোটের ভোট গননা।
ভোট ও পুনরায় ভোট গ্রহনকে কেন্দ্র করে গত তিন দিন ধরে জেলায় বেশ কয়েকটি রাজনৈতিক হিংসা ও ভোট দিতে বাধাদান এবং অবাধে ছাপ্পা ভোট দেওয়াকে ঘিরে ধুন্দুমার ঘটনা ঘটে গেছে। কিন্তু এত কিছুরপর সেই তাপ উত্তাপকে দূরে সরিয়ে রেখে আজ সব রাজনৈতিক দল তাকিয়ে আছে ফল প্রকাশের দিকে।
এদিকে সাত সকাল থেকেই বালুরঘাট কলেজ সহ জেলার বিভিন্ন ভোট গননা কেন্দ্রে নানান দলের প্রার্থীরা ও তাদের কাউন্টিং এজেন্টরা কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে নিজ নিজ পরিচয় পত্র দেখিয়ে ভোট গননা কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। ইতিমধ্যে স্ট্রং রুম থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সিলে সই সবুদ মিলিয়ে গননা হলের টেবিলে নিয়ে আসা হয়েছে।জানা গেছে তিনটি স্তরের, গ্রাম সংসদ, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদ, ভোট গননা একই সংগে করা হবে।তবে সব ফলাফল জানতে রাত হয়ে যেতে পারে বলেই অনেকে আশংকা করছে।
এখন দেখার এত রাজনৈতিক সোরগোল ফেলে দেওয়ার পর ফলাফলে কোন দলের মুখে , সবুজ না গেরুয়া না লাল আবিরে রাংগিয়ে ওঠে।