রাজ্য জুড়ে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষা কেন্দ্রে কি করবো আর কি করবো না বিষয়টি নিয়ে, সচেতনতার পাঠ দিলেন প্রধান শিক্ষক।

আবদুল হাই, বাঁকুড়াঃ – ১৬ ই ফেব্রুয়ারি রাজ্য জুড়ে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ৭ লক্ষ্য ৯০ হাজার পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছে। বাঁকুড়ায় মোট পরীক্ষার্থী ৩৫ হাজার ৬৫১ জন। ছাত্র ১৬ হাজার ৭৯৪ জন। ছাত্রী ১৮ হাজার ৮৫৭ জন।এদিন বাঁকুড়া জেলার সোনামুখী বি জে হাইস্কুলে পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা কেন্দ্রে কি করবো আর কি করবো না বিষয়টি নিয়ে সচেতনতার পাঠ দিলেন প্রধান শিক্ষক। উচ্চমাধ্যমিক শুরর দিনে, সোনামুখী বি জে হাইস্কুলে।উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপর অনেকটাই নির্ভর করে ছাত্র ছাত্রীদের আগামী দিনের ভবিষ্যৎ তাই এই পরীক্ষাকে কোন ভাবেই হালকা ভাবে নিচ্ছে না পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের মধ্যে মোবাইল নিষিদ্ধ করতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর বা আর এফডি ব্যবহার করছে। এছাড়াও পরীক্ষা চলাকালীন টুকলী রুখতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *