গ্রামের পাশ দিয়ে তৈরি হওয়া রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা এই ঘটনা বাঁকুড়ার খাতড়া ব্লকের ফুলহরি গামে।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ-  প্রায় এক সপ্তাহ ধরে গ্রামে নলবাহিত কল দিয়ে পানীয় জলের সরবরাহ বন্ধ রয়েছে গ্রামে, জল সংকটের বিষয় স্থানীয় প্রশাসনকে জানিয়েও সুরাহা পায়নি গ্রামবাসীরা। তাই শনিবার সকালের পর ওই গ্রামের পাশ দিয়ে তৈরি হওয়া রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা এই ঘটনা বাঁকুড়ার খাতড়া ব্লকের ফুলহরি গামে।

বিক্ষোভকারীরা জানান ফুলহরি গ্রামে প্রায় একশ পরিবারের বসবাস। আর এই গ্রামে দীর্ঘ ৭-৮ দিন ধরে নল বাহিত যে পানীয় জলের সরবরাহ হয় তা বন্ধ রয়েছে। সপ্তাহেরও বেশি দিন ধরে পানীয় জলের সরবরাহ বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের, বাধ্য হয়ে পানীয় জল সংগ্রহ করতে পাশের গ্রামগুলি থেকে। অন্যদিকে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন সূরাহা হয়নি। অবশেষে ওই ফুলহরি গ্রামের পাশ দিয়ে যে রাস্তা তৈরি ও সম্প্রসারণের কাজ চলছিল আজ সকালের পর সেই রাস্তা তৈরি ও সম্প্রসারণ এর কাজ আটকে বিক্ষোভ দেখালো গ্রামে পানীয় জল সরবরাহের দাবীতে ফুলহরি গ্রামের বাসিন্দারা। এমনকি তারা এও জানাচ্ছেন যতদিন না পর্যন্ত গ্রামের পানীয় জলের সরবরাহ ঠিকঠাক হবে গ্রামের মধ্যে। ততদিন পর্যন্ত এই রাস্তার কাজ বন্ধ থাকবে।

অন্যদিকে খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি জানান,ফুলহরি গ্রামে পাশ দিয়ে রাস্তার কাজ চলায় ওই গ্রামের জল সরবরাহের জন্য যে পাইপ লাইনের ছিল,তাথে কিছু সমস্যা হয়। এর ফলে গ্রামে পানীয় জল সরবরাহের ব্যাঘাত ঘটেছে। তবে জলের ট্যাঙ্ক পাঠিয়ে আপাতত পানীয় জলের সংকট মেটানোর পাশাপাশি ঐ গ্রামে পানীয় জল সরবরাহ নিয়ে যে সমস্যা রয়েছে তা দ্রুত স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *