আবদুল হাই, বাঁকুড়াঃ বেলা যত বাড়ছে ততোই তৃণমূল কংগ্রেসের জয়ের খবর ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছে
।জেলা পরিষদের প্রথম রাউন্ডে গননার শেষে শোনা যায় তৃণমূল কংগ্রেস এগিয়ে। তারপর দেখা গেল গননা কেন্দ্র থেকে একে একে বিজেপির কাউন্টিং এজেন্টরা বাইরে বেরিয়ে আসে এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে- চল বাড়ি পালিয়ে যায়। বিষয়টা নজরে আসে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ সহ অন্যান্য নেতৃত্বের, কি ঘটেছে এ কথা জানতে তারা বিজেপির কাউন্টিং এজেন্টদের কাছে যায়। জানতে চান কিছু হয়েছে কিনা বা কেউ কিছু বলেছে কিনা, এর উত্তরে বিজেপি কাউন্টিং এজেন্টরা বলেন – অন্য কিছু বিষয় নয় আমরা বাড়ি যাবো, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি,
ব্লক সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন খাবার ব্যবস্থা করবো ? ওরা উত্তরে বললেন না না না ঠিক আছে, তবে একটু জল দিলই হবে। সাথে সাথে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী জলের ব্যবস্থা করতে বাইরে যায়।ব্লক সভাপতি বলেন- আপনারা শেষ কাউন্টিং পর্যন্ত থাকুন আপনাদের কোন সমস্যা হতে দেব না। তৃণমূল ব্লক সভাপতির আশ্বাস পেয়ে বিজেপির কাউন্টিং এজেন্টরা গননা কেন্দ্রে প্রবেশ করলো। কিছুক্ষণের মধ্যেই তাদের জন্য
জল ও ফলের রস চলে আসে।
দ্বিতীয় রাউন্ডের ভোট গননা শেষ,
এদিকে দেখা গেল ভোট গননা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার কর্মী সমর্থক হাজির সবুজ আবির খেলার জন্য। দেখে শুনে বিজেপির কাউন্টিং এজেন্টদের চোখে মুখে ধরা পড়ে আতঙ্কের চিহ্ন, বুঝতে পারেন ব্লক সভাপতি তিনি তৎক্ষণাৎ তার অন্যান্য নেতৃত্বদের নিয়ে বিজেপি কাউন্টিং এজেন্টদের কাছে পৌঁছায় এবং বলেন – আপনাদের কোন ভয় নেই, আপনাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেব আমরা, আপনারা নির্ভয় থাকুন।
উত্তরে বিজেপি কাউন্টিং এজেন্টরা বলেন- আমাদের বিজেপি দলীয় কার্যালয়ে পৌঁছে দিন।
এরপর ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ইন্দাস পুলিশের যৌথ উদ্যোগে বিজেপি কাউন্টিং এজেন্টদের গার্ড দিয়ে দুই কিমি দূরে নিরাপদে বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছে দেন।
ভোটের রাজনীতিতে যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট বড় ঘটনায় রক্তাক্ত হয়েছে এলাকা তখন ইন্দাস ব্লকের এই সৌজন্যর ছবি ধরা পড়লো আমাদের সাংবাদিক এর ক্যামেরায়,
যা সত্যি অনন্য নজর হিসেবেই দৃষ্টান্ত স্থাপন করবে রক্তাক্ত রাজনীতির পৃষ্ঠায়।