টাউন লাইব্রেরী মাঠে রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এবং বৃত্ত নিগমের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর ক্ষুদ্র ঋণ মেলার আয়োজন করে জেলা প্রশাসন।

0
362

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৯ ফেব্রুয়ারি:-  গ্রামীন এলাকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের স্বাবলম্বী করতেই ক্ষুদ্র ঋণ মেলার শুরু হলো মালদার কালিয়াচকে। গোষ্ঠী ঋণ এবং ব্যক্তিগত লোনের ক্ষেত্রে মহিলারা কিভাবে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত স্বনির্ভর গোষ্ঠী ও ব্যক্তিগতভাবে মহিলারা লোন পাবেন, সে ব্যাপারে সচেতন করতে এই মেলার আয়োজন করা হয়। সোমবার কালিয়াচক ১ ব্লকের টাউন লাইব্রেরী মাঠে রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এবং বৃত্ত নিগমের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর ক্ষুদ্র ঋণ মেলার আয়োজন করে জেলা প্রশাসন। এদিন এই মেলার উদ্বোধন করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এদিন আটটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং নয় জন মহিলা স্বনির্ভর দলের সদস্যাকে লোন দেওয়ার ব্যবস্থা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here