নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দুপুরে নদিয়ার কৃষ্ণনগরের শিমুলতলা এলাকায় অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভার্চুয়ালি উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দিনের শিক্ষাকে আরো ত্বরান্বিত করতে কৃষ্ণনগর শিমুলতলা এলাকায় বিএসএফ পরিচালিত কেন্দ্রীয় বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের শিলান্যাস ও ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত সাংসদ জগন্নাথ সরকার সহ বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকেরা। কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য এখানে একটি মাল্টি স্টোরেজ ভবন তৈরি করা হবে। বিদ্যালয়টি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাওয়ার পর কৃষ্ণনগর এলাকায় বসবাসকারী বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মরত কর্মীদের পরিবার ছাড়াও স্থানীয় কেন্দ্রীয় সরকারি কর্মী ও সাধারণ পরিবারের ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। আগামী দিনে এই কেন্দ্রীয় বিদ্যালয়েল মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উচ্চমানের শিক্ষা প্রদানের লক্ষ্য রয়েছে বলে জানান বিএসএফ কর্তারা।