নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েতের ভোট গণনা শেষের দিকে হতেই দিনে দুপুরে এলাকায় ব্যাপক বোমাবাজি। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের গবারচর মাঝের পাড়ায়। ওই এলাকার মহিলাদের অভিযোগ, তাদের তৃণমূল প্রার্থী জিতেছে কিনা সেই খবরের জন্যই এলাকাতেই জমায়েত ভাবে অপেক্ষা করছিলেন তারা। হঠাৎই বিজেপির বেশ কিছু কর্মী এসে প্রকাশ্যে পরপর চারটি বোমা মারে। যদিও হঠাৎ বোমাবাজির ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় গোটা এলাকায়। একাংশ মহিলাদের অভিযোগ, বিজেপি ওই পঞ্চায়েতে ভালো ফল করায় এই বোমাবাজির হামলা। তবে কারোর কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন গ্রামের মহিলারা। তবে এলাকায় যেভাবে দুষ্কৃতীদের তান্ডব শুরু হয়েছে তাতেই আতঙ্কের মধ্যে রয়েছে ওই এলাকার মানুষ এমনটাই জানাচ্ছেন তারা। খবর পেতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ আর পুলিশের সামনেই বোমাবাজির ঘটনা তুলে ধরেন গ্রামের মানুষ।











Leave a Reply