নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- জলপাইগুড়ি জেলার জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের তত্ত্বাবধানে ময়নাগুড়ির দ্বারিকামারিতে পানীয়জল সরবরাহ প্রকল্পের উদবোধন হল আজ বুধবার।উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক সামা পারভিন।জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ, স্থানীয় পঞ্চায়েত প্রধান ও অনান্য পঞ্চায়েত সদস্যরা বক্তব্য রাখেন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।জনস্বাস্থ্য কারীগরী দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন টেকাটুলি ও দ্বারিকামারির প্রায় ১৮০০ পরিবার। এই প্রকল্পের জন্য অনুমোদিত মোট ব্যয় ২ কোটি ১০ লক্ষ টাকা। এই প্রকল্পের মাধ্যমে ওই দুই মৌজার মানুষ রোজ জনপ্রতি ৫৫ লিটার করে জল পাবেন।এদিনের এই অনুষ্ঠানে এলাকার মানুষ জন প্রতিনিধিরদের কাছে তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।