বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েতের অন্তর্গত দুবরাজপুর সদর চক্রের গড়গড়া জগদীশ চন্দ্র ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

0
518

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- ২১ শে ফেব্রুয়ারি বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। তাই সারা বিশ্বের পাশাপাশি বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েতের অন্তর্গত দুবরাজপুর সদর চক্রের গড়গড়া জগদীশ চন্দ্র ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এদিন প্রথমে এই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে বেরিয়ে একটি শোভাযাত্রা গোটা গ্রাম পরিক্রমা করে। তারপর স্কুলের ছাত্রছাত্রীরা কবিতা, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। তাছাড়াও প্রাক্তন ছাত্রীরাও নৃত্য পরিবেশন করে। উল্লেখ্য, এই স্কুলের যে সকল ছাত্রছাত্রীরা কবিতা, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করল তারা কেউ বাইরে শেখেনি। তারা প্রত্যেকে এই স্কুলেই শিখেছে বলে জানান গড়গড়া জগদীশ চন্দ্র ঘোষ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার গড়াই। তিনি আরও জানান, আমাদের স্কুলে প্রত্যেক মনীষীর মৃত্যু বার্ষিকী এবং নেতাজির জন্মদিন পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here