সোমবারের পর বুধবার রাত্রে, দুদিনের ব্যবধানে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে।

0
189

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পশ্চিম মেদিনীপুর: পর হাতির হানায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির! সোমবারের পর বুধবার রাত্রে, দুদিনের ব্যবধানে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। দুটি মৃত্যুর ঘটনাই জেলার শালবনী থানা এলাকায় ঘটেছে। মৃত ব্যক্তিদের নাম টুকেশ্বর মান্ডি (৪৯) ও ভাস্কর কিস্কু (৩৬)। প্রথম জনের বাড়ি কালিবাসাতে। দ্বিতীয়জনের নোনাশোলে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ৮ থেকে ১০ টি হাতি কালিবাসার জঙ্গলে ছিল। গতকাল সন্ধ্যার পরেই কালিবাসা এলাকার আলু জমিতে নেমে পড়ে তারা। এই সময় টুকেশ্বর অন্যান্যদের সঙ্গে হাতি তাড়াতে গিয়েছিলেন। একটি হাতি তাদের দিকে তাড়া করে আসলে টুকেশ্বরকে নাগালের মধ্যে পেয়ে শুঁড়ে তুলে আছাড় মারে। স্থানীয়রা কোনোরকমে হাতিটিকে তাড়িয়ে ঐ ব্যক্তিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও
হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তাঁর মৃত্যু হয়। হাতিগুলিকে সেখান থেকে তাড়িয়ে জঙ্গলে ফেরত পাঠালে হাতিগুলি নোনাশোল এলাকায় চলে যায়। নোনাশোল এলাকার কৃষি জমিতে নামে। সেখানে সদ্য জমি থেকে আলু তুলে মাঠে জড়ো করে রেখেছিলেন ভাস্কর কিস্কু। রাতের অন্ধকারে সেখানেই তিনি পাহারায় ছিলেন। হাতি তার কাছাকাছি চলে এসেছে বুঝতে পারেননি তিনি। হঠাৎ তিনি হাতির সম্মুখে পড়ে গেলে তাঁকে শুঁড়ে ধরে আছাড় মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here