কুমারগঞ্জ বিডিওকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক বিক্ষোভ।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : নদীর ধার থেকে বৈধ্য ব্যালট উদ্ধার কে ঘিরে কুমারগঞ্জ বিডিওকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক বিক্ষোভ।খবর পেয়ে ঘটনা স্থলে কুমারগঞ্জ থানা থেকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরাট দল আসে। বিডিও কে বিক্ষোভের হাত থেকে উদ্ধার করে নিয়ে যেতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সাথে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধ্বস্তি বেধে যায়।পরে পরিস্থিতি আনতে ব্যাপক লাঠি চার্য করে বলে স্থানিওবিক্ষোভমারীদেরভিযগ। লাঠির ঘায়ে বেসব কয়েকজন বিজেপি কর্মী সমর্থক গুরুতর আবত। তাদের কে স্থানিও হাসপাতাল ও জেলা হাসপাতালে নিয়ে এসে ভিক্যিস্যা চলছে বলে জানা গেছে।
এলাকায় পরিস্থিতি উত্তপ্ত থাকায় পুলিশি টহল চলছে বলে জানা গেছে।
এবিষয়ে বিজেপি নেতা মানস সরকার বলেন, বিডিও নিজের পাপ ঢাকতে এখন বিজেপি কর্মীদের উপর অত্যাচার করছে৷ পুলিসের লাঠিচার্জে আমাদের অনেক বিজেপি নেতা ও কর্মীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *