কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রিদের গবেষনামূলক ভ্রমন।

0
2069

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নন্দীগ্রাম এক নম্বর ব্লকে মাছচাষি মৎস্যজীবীদের মৎস্য উদ্যোগে ব্যাপক উৎসাহীত করছে ব্লকের মৎস্য বিভাগ। একদিকে অভিনব মাছ চাষ সহ মাছ চাষিদের ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সমন্বয়ে করে যোগাযোগ গড়ে তুলে জানানো হচ্ছে আধুনিক চাষাবাদের তথ্য। ৬ই মার্চ ২০২৪ মঙ্গলবার নন্দীগ্রাম এক ব্লকের মৎস্যক্ষেত্রের অভূতপূর্ব কর্মসূচীতে অধ্যায়ন করতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যার এক দল ছাত্র ছাত্রি উপস্থিত হয়েছেন। ব্লকের মৎস্যচাষ সম্প্রসারক আধিকারিক সুমন কুমার সাহু মাছ এলাকার মাছ চাষের সম্যক পরিচয় দিয়ে ক্লাস নিয়েছেন ছাত্রছাত্রিদের তেমনি তাঁরই তত্ত্বাবধানে ছাত্র ছাত্রিরা পুকুরে মাছ-সবজী-হাঁস মুরগী জৈবচাষ, ঈষদ নোণাজলের ভেনামী চিংড়ি, মিস্টি জলের মাছ, চৌবাচ্চায় রঙ্গিন মাছ চাষ, নদীতে মাছ ধরা সহ বাক্সে কাঁকড়ার চাষ প্রভৃতি ক্ষেত্র গুলো ঘুরেছে এই শিক্ষানবিশ দল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের শিক্ষানবিশরা নন্দীগ্রাম এক ব্লকের বিস্তির্ন এলাকার মৎস্য ক্ষেত্রের একুয়াটিক ইকোলজি ও সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপর অধ্যায়ন করে এবং জল মাটি নমুনা সংগ্রহ সহ করেছেন। নন্দীগ্রাম-এক ব্লকের মারিসদান্ডা গ্রামের সমন্বিত মৎস্য খামারী শঙ্কর বর্মন যেখানে অভিনব পদ্ধতিতে একই সময়ে পুকুর পাড়ে শাক সবজি, পুকুরে মাছ ও হাঁস-মুরগির চাষ হচ্ছে , সাউদখালি গ্রামে ভেনামী চিংড়ি চাষি নিশিকান্ত বেরা, সোনাচূড়ায় বাক্স কাঁকড়ার মহিলা মাছ চাষি মান্টি বেরা সহ এলাকার মৎস্য খামারীরা বেশ খুশি তাদের কাজের পদ্ধতি দেখতে আসায় । কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক অধ্যাপক তথা জুলজি সোসাইটি, কলকাতার সম্পাদক ডক্টর সুমিত হোম চৌধুরি মহাশয় নন্দীগ্রাম-১ ব্লকের বিডিও সৌমেন বণিককে অনুরোধ জানিয়েছিলেন মৎস্যচাষ সম্প্রসারক আধিকারিক সুমন কুমার সাহুর তত্ত্বাবধানে যে ছাত্র ছাত্রিরা মাঠ পর্যায় অধ্যায়ন এর বিষয়ে আর সেই অধ্যায়ন শেষে অনেক কিছু শিখলো বলে জানান এই ছাত্র ছাত্রিরদল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here