মালদা, নিজস্ব সংবাদদাতাঃ-“মালদা কলেজ প্রাঙ্গণে থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক ও সচেতনতা শিবির”বৃহস্পতিবার এন এস এস ইউনিট মালদা কলেজের উদ্যোগে, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখা ও মালদা মেডিক্যাল কলেজ থ্যালাসেমিয়া ইউনিটের সহযোগিতায় কলেজ প্রাঙ্গণে সচেতনতা ও ২০১ জন ছাত্র-ছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়। সচেতনতা শিবিরে বক্তব্য রাখেন মালদা মেডিক্যাল কলেজ থ্যালাসেমিয়া বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক বি কে ঘোষ, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা, রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা কলেজের ইনচার্জ অধ্যাপক অরূপ রায়, এন সি সি ও এন এস এস ইনচার্জ অধ্যাপক শ্যাম দাস, মালদা কলেজের টিচার কাউন্সিল মেম্বার অধ্যাপক পীযূষ কান্তি সাহা, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা শাখার সদস্য দোলন ব্যানার্জি প্রমূখ।