এক অসহায় নারীর করুন জীবন কাহিনী।

আবদুল হাই, বাঁকুড়াঃ-  যখন ঘটা করে দেশ জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস তখন এক নারীর সকরুণ কাহিনী উঠে এলো আমাদের সাংবাদিকের ক্যামেরায়। ঘটনাটি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্ৰামের। কয়েক বছর আগেই মারা গেছে মেয়েটির বাবা। পঞ্চাশ বছরের বৃদ্ধা মা মেয়েকে নিয়ে কোনরকমে জীবনযাপন করেন। মা ও মেয়ে উভয়ে লোকের ঘরে কাজ করে কোনরকমে দু’বেলা দু’মুঠো অন্নের সংস্থান করে। জমানো অর্থকরী তেমন কিছু নেই অথচ মেয়ে বড় হয়েছে, এবার তার বিয়ে দিতেই হবে, দুশ্চিন্তাগ্রস্ত মা মেয়ের বিয়ে দিনক্ষণ স্থির করেন। এই রবিবারই বিয়ে, বরের বাড়ি থেকে বর যাত্রী হিসাবে আসবে কুড়ি থেকে ত্রিশ জন, যথাযত মর্যাদার সঙ্গে তাদের আপ্যায়ন এবং খাওয়ানোর জন্য চাই অর্থ কিন্তু তার কাছে নেই কোন টাকাই, এই নিয়ে চিন্তিত কনেও। পাগলের মত অবস্থা কনের অসহায় মায়ের, এই পরিস্থিতিতে যদি কোন সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবেই হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবেন কনে এবং মা, কিন্তু তেমন কি আশ্চর্য হবে ? জানেনা অসহায় দুই মা মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *